ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এক ভোটের ব্যবধানে ব্রেক্সিট পেছানোর প্রস্তাবে সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৪ এপ্রিল ২০১৯

ব্রেক্সিট প্রক্রিয়া পিছিয়ে দেয়ার বিষয়ে একটি প্রস্তাবে সমর্থন দিয়েছেন ব্রিটেনের পার্লামেন্টের এমপিরা। পার্লামেন্টে মাত্র এক ভোটের ব্যবধানে এই প্রস্তাব পাস হয়েছে।

এর মাধ্যমে কোন চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু না হওয়ার বিষয়টি নিশ্চিত হলো। লেবার এমপি ইভেট কপার পার্লামেন্টে এই প্রস্তাব তোলেন। নিম্নকক্ষ হাউস অব কমন্সে তা একদিনেই পাস হয়েছে। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ৩১৩ এমপি এবং বিপক্ষে ৩১২ ভোট পড়েছে।

আগামী ১২ এপ্রিল ব্রেক্সিট হওয়ার কথা। কিন্তু এই সময় আরও পিছিয়ে দিতে প্রধানমন্ত্রী থেরেসা মের উপর চাপ প্রয়োগ করতেই এই ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে ব্রেক্সিট আরও পেছানো হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়ন।

তবে এখন এই প্রস্তাবটি আইনে পরিণত হতে পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ড সভার অনুমোদন লাগবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং বিরোধীদলীয় নেতা জেরেমি করবিনের মধ্যে ব্রেক্সিট ইস্যু নিয়ে আলোচনার পরই ব্রেক্সিট পিছিয়ে দেয়ার প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়।

তাদের দু'জনের মধ্যকার ওই বৈঠক গঠনমূলক বলে বর্ণনা করা হয়েছে। তবে দু'দলের এমপিরাই এর সমালোচনা করেছেন।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন