ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবানের হামলায় ১৭ পুলিশসহ নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২৯ মার্চ ২০১৯

আফগানিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে সশস্ত্র গোষ্ঠী তালেবানের পৃথক তিনটি হামলায় ১৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। তালেবানের হামলায় নিহতদের একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, তল্লাশি চৌকিতে তালেবান হামলা করলে দুই পক্ষের বন্ধে সংঘর্ষ বেধে যায়। তাতে ১৭ পুলিশ সদস্যসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেন।

স্থানীয় পুলিশ বলছে, তালেবান জঙ্গিরা বৃহস্পতিবার রাতে পূর্বাঞ্চলের গজনী প্রদেশের রাজধানী শহরের সীমান্তে পুলিশের তল্লাশি চৌকিতে হামলা চালালে জেলা পুলিশ প্রধানসহ নয় পুলিশ কর্মকর্তা নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

উত্তরাঞ্চলীয় বাদাখশানের প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ নাজারি বলেন, শুক্রবার প্রাদেশিক রাজধানী ফয়জাবাদের পূর্বে তালেবানের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যসহ দুই বেসামরিক নাগরিক ও তালেবানের আট সদস্য নিহত হয়েছেন।

গজনী প্রদেশের পুলিশ প্রধান গুলাম দাউদ তারাখিল বলেন, গজনীর উত্তরাঞ্চলীয় একটি এলাকায় পুলিশের দুটি তল্লাশি চৌকি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় তালেবান। যাতে নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও পৃথক এই তিন হামলার দায় স্বীকার করেন।

এসএ/পিআর

আরও পড়ুন