ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনে ৫০ কোটি বছর আগের জীবাশ্ম আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৪ মার্চ ২০১৯

ছবিতে আপনি যে পোকাটিকে দেখছেন তার বয়স ৫১ কোটি ৮০ লাখ বছর। বিজ্ঞানীরা বলছেন, চীনের এক নদীর পারে তারা হাজার হাজার জীবাশ্ম আবিষ্কার করেছেন।

সম্প্রতি আবিষ্কৃত এই জীবাশ্মগুলো সম্পূর্ণ ভিন্ন কারণ এই প্রাণীগুলোর দেহের কোমল কোষ, যেমন ত্বক, চোখ বা দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গগুলো এত বছর পরও সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়েছে।

জীবাশ্ম বিজ্ঞানীরা বলছেন, তাদের এই আবিষ্কার একেবারে মাথা ঘুরিয়ে দেয়ার মতো। কারণ এদের অর্ধেকেরও বেশি প্রজাতি এতদিন অনাবিষ্কৃত ছিল। এই জীবাশ্মগুলির নাম দেয়া হয়েছে ‘চিঙজিয়াং বাইওটা।’

চীনের হুবেই প্রদেশের ডানশুয়ে নদীর তীরে এগুলোকে খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানীরা সেখান থেকে এপর্যন্ত ২০,০০০ নমুনা সংগ্রহ করেছেন। এর মধ্যে ৪৩৫১টি নমুনা বিশ্লেষণ করা হয়েছে। নমুনাগুলোর মধ্যে রয়েছে নানা রকম পোকা, জেলিফিশ, সি অ্যানেমোনে এবং শ্যাওলা

চীনের নর্থওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিংলিয়াং ঝ্যাং এই বিষয়ে একটি গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন। তিনি বিবিসিকে বলেন, ‘প্রাণীর উদ্ভবের গোঁড়ার দিক সম্পর্কে গবেষণায় এই জীবাশ্মগুলো গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করবে।’

এই আবিষ্কারটি বিশেষভাবে বিস্ময়কর এই জন্য যে নরম দেহের যেসব প্রাণী সেগুলো সাধারণত জীবাশ্মতে পরিণত হয় না। সম্ভবত কোন ঝড়ের ধাক্কায় এই প্রাণীগুলো দ্রুত নদীতে পলির নীচে চাপা পড়ে যায় বলে অধ্যাপক ঝ্যাং জানান।

জীবাশ্ম বিজ্ঞানী অ্যালিসন ডেলি এই নমুনাগুলো বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন, জীবাশ্ম বিজ্ঞানে গত ১০০ বছরের মধ্যে এতবড় আবিষ্কার আর হয়নি।

সূত্র : বিবিসি বাংলা

এসএ/পিআর

আরও পড়ুন