৯১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে আইএস
চরমপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) গত এক মাসে সিরিয়ায় কমপক্ষে ৯১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। শনিবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এদের মধ্যে সংগঠনটির ৩৯ সদস্যও রয়েছে। খবর আল জাজিরা।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, জাদু, সমকাম, ব্যভিচার, বিদ্রোহী গ্রুপে যোগদান ও সহায়তা, আইএসের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন সামরিক জোটকে সহযোগিতা, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাদের সহযোগিতার অভিযোগে ওই ৯১জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত ২৯ জুলাই থেকে ২৯ আগস্টের মধ্যে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন নারীসহ অন্তত ৩২ বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া ১১ জন বিভিন্ন বিদ্রোহী গ্রুপের যোদ্ধা ও আসাদ সরকারের সেনাবাহিনীর ৯ সদস্য রয়েছে।
তথাকথিত ইসলামিক খেলাফত ঘোষণার পর থেকে গত বছরের জুন থেকে এখন পর্যন্ত আইএস সংগঠনটির ১৮২ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এছাড়া শিশু ও নারীসহ এক হাজার ৮শ` ৪১জন বেসামরিক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে।
এসআইএস/এমআরআই