ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাংলাদেশ নৌবাহিনী পুনর্গঠনের অবদান রাখা ভারতীয় ক্যাপ্টেনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:১০ পিএম, ২০ মার্চ ২০১৯

বাংলাদেশে স্বাধীন হওয়ার পর নৌবাহিনীর পুনর্গঠনে বিশেষ অবদান রাখা ভারতীয় ক্যাপ্টেন এম এন সামান্ত আর নেই। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ভারতীয় সংবাদমাধ্যগুলোর প্রতিবেদনে তার মৃত্যুর কথা জানানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, ‘বুধবার মুম্বাইয়ের অদূরে অবস্থিত জুহু এলাকায় ভারতীয় আরোগ্য নিধি নামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ক্যাপ্টেন সামান্ত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশটির নৌবাহিনী পুর্নগঠনে কাজ করার জন্য পরিচিত ছিলেন তিনি।’

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী শুক্রবার সর্বোচ্চ সামরিক মর্যাদায় ভিলে পার্ল ক্রিমেটোরিয়ামে ক্যাপ্টেন সামান্তের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

একাত্তরের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হওয়ার পর ক্যাপ্টেন এম এন সামান্ত বাংলাদেশ নৌবাহিনী পুনর্গঠনে বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৭১’র স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সামরিক সহায়তা দেয় ভারত। দেশটির অনেক সেনা সদস্য মিত্র বাহিনীর হয়ে প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন।

এসএ/পিআর

আরও পড়ুন