ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ছাত্রীদের প্রেমের সূত্র শিখিয়ে বরখাস্ত গণিতের শিক্ষক (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:০১ পিএম, ২০ মার্চ ২০১৯

ছাত্রীদের প্রেমের সূত্র শিখিয়ে বরখাস্ত হলেন ভারতের হরিয়ানার কারনাল এলাকার একটি সরকারি মহিলা কলেজের গণিতের প্রভাষক। তার এই প্রেমের সূত্রের ক্লাস গোপনে মোবাইল ফোনে ধারণ করেছিলেন এক শিক্ষার্থী। পরে ভিডিওটি কলেজের অধ্যক্ষকে দেখান শিক্ষার্থীরা। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক চারণ সিং অধ্যক্ষের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন।

সামাজিকে যোগাযাগমাধ্যমে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর গণিতের শিক্ষক অধ্যাপক চারণ সিংকে বরখাস্ত করা হয়। ভিডিওতে দেখা যায়, অধ্যাপক সিং ব্ল্যাকবোর্ডে তিনটি সূত্র লিখছেন।

প্রথমটি হচ্ছে, ‘ঘনিষ্ঠতা - আকর্ষণ = বন্ধুত্ব।’

দ্বিতীয়টি হচ্ছে, ‘ঘনিষ্ঠতা + আকর্ষণ = রোমান্টিক প্রেম।’

শেষ সূত্রটি হচ্ছে, ‘আকর্ষণ - ঘনিষ্ঠতা = ভালো লাগা।’

ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষক হিন্দিতে শিক্ষার্থীদের প্রেমের সূত্র শেখাচ্ছেন। এই সূত্রের প্রত্যেকটি শব্দ সম্পর্কে শিক্ষার্থীদের ব্যাখ্যা দেন তিনি। বৃদ্ধ বয়সে কীভাবে স্বামী-স্ত্রীর মাঝে আকর্ষণ কমে গিয়ে বন্ধুতে পরিণত হয়, সেব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন গণিতের এই শিক্ষক।

অধ্যাপক সিং ভালোবাসার প্রত্যেকটি সূত্র যখন ব্যাখ্যা করছিলেন তখন শিক্ষার্থীরা হাসিতে ফেটে পড়েন। এমনকি তার ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে অনেকেই হ্যাঁ সূচক জবাব দেন।

সরকারি এই মহিলা কলেজে অধ্যাপক চারণ সিং ছয় মাসের বিশেষ ডেপুটেশনে ছিলেন।



সূত্র : এনডিটিভি।

এসআইএস/পিআর

আরও পড়ুন