আদালতে বিচারকের সামনেই স্ত্রীকে কোপালেন স্বামী
ভারতের তামিলনাডুর এক আদালতে বিচারকের সামনেই স্ত্রীকে কোপালেন এক স্বামী। পরে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ভারতের তালিমনাডু রাজ্যের মাদ্রাজ হাইকোর্টে এ ঘটনা ঘটে। বিবাহবিচ্ছেদের মামলার শুনানির জন্য আদালতে এসেছিলেন তারা। মামলা চলাকালীন স্ত্রীর ওপর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে স্বামী।
রাজ্যের কাঞ্চিপুরম জেলার শ্রীপেরুম্বুদুরের বাসিন্দা ভারালক্ষ্মী এবং সারাভাননের মধ্যে ২০০৯ সাল থেকে বিবাহবিচ্ছেদের মামলা চলছে।
এদিন দুপুরে মাদ্রাজ হাইকোর্ট চত্বরে অবস্থিত পারিবারিক আদালতে মামলার শুনানিকালে ভারালক্ষ্মীর ওপর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়েন স্বামী সারাভানন। মেঝেতে পড়ে যান আক্রান্ত তিনি।
এরপর ছুরি দিতে স্ত্রীকে কোপাতে শুরু করে অভিযুক্ত ব্যক্তি। বিচারকের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে। দ্রুত পুলিশ ডাকেন বিচারক। রক্তাক্ত অবস্থায় ভারালক্ষ্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা মাদ্রাজ হাইকোর্ট চত্বরে একজন ব্যক্তি কীভাবে ছুরি নিয়ে ঢুকল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার