৭ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী
সাত ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ফিলিস্তিনি নিউজ এজেন্সি ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার হওয়াদের মধ্যে তিনজন জেনিনের, একজন দক্ষিণাঞ্চলীয় বেথলেহেমের আল খাদের শহরের এবং আরও একজন পশ্চিমাঞ্চলীয় সালফিটের আয-জাওয়িয়া শহরের। উত্তরাঞ্চলীয় হেব্রনের বেইত উমার শহর থেকে আরও এক ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে ওই ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। তদন্তের জন্য তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
পশ্চিমতীরের এরিয়েল শহরে অবৈধ ইহুদি বসতির কাছে এক ফিলিস্তিনির হামলায় দু'জন নিহত এবং আরও একজন আহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ওই ফিলিস্তিনির খোঁজে অভিযান চালানো হয়। এরপরেই সাতজনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: কেন উইলিয়ামসনের যে ছবি ফেসবুকে ভাইরাল
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সোমবারের ওই হামলার স্থান পরিদর্শন করেছেন। তিনি এই ঘটনায় কঠিন পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা