ব্রাজিলে স্কুলে বন্দুক হামলায় বেশ কিছু শিক্ষার্থী নিহত
ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের সাও পাওলো রাজ্যের একটি স্কুুুলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় বন্দুক হামলায় বেশ কিছু শিক্ষার্থী নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতদ দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে স্কুলের ওই বন্দুক হামলায় কতজন শিক্ষার্থী নিহত হয়েছে তা নিশ্চিত করতে পারেনি বিবিসি। প্রাথমিকভাবে পাওয়া খবরে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী নিহত ও একজন বৃদ্ধ আহত হয়েছেন।
আরও পড়ুন>> লোকসভা নির্বাচন করবেন না প্রিয়াঙ্কা গান্ধী
প্রতিবেদনে জানানো হয়েছে, সাও পাওলো রাজ্যের সুজানো নামক স্থানে অধ্যাপক রাউল ব্রাজিল স্টেট স্কুলে দুইজন বন্দুকধারী ওই হামলা চালায়। তবে বন্দুকধারী নিহত হওয়ার খবর শোনা গেলেও তা নিশ্চিত করতে পারেনি বিবিসি।
সাও পাওলো রাজ্যের গভর্নর জাওয়া দোরিয়া এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘আমি বন্দুক হামলার খবর জানতে পেরেছি। শিক্ষার্থীদের নৃশংসভাবে হত্যা করেছে ওই বন্দুকধারীরা।’
এসএ/পিআর