ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পরবর্তী নির্বাচনে অংশ নিচ্ছেন না আলজেরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:২১ পিএম, ১২ মার্চ ২০১৯

দেশের পরবর্তী নির্বাচনে অংশ নিচ্ছেন না আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকা। প্রেসিডেন্ট এক ঘোষণায় জানিয়েছেন, তিনি নিজের পঞ্চম মেয়াদের জন্য নির্বাচনে লড়ছেন না। বর্তমানে তিনি চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার বিক্ষোভের মধ্যেই জেনেভা থেকে দেশে ফিরেছেন বুতেফলিকা। এর আগে বুতেফলিকার নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষণা দেয়ার পর থেকেই দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

তার বিরুদ্ধে বিক্ষোভে লাখ লাখ মানুষ বিশেষ করে তরুণরা রাস্তায় নেমে আসে। বুতেফলিকার ২০ বছরের শাসনামলে তার বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় প্রতিবাদ বলে মনে করা হচ্ছে। রাজধানী আলজিয়ার্সে বিক্ষোভকারীদের ওপর পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়েছে।

এখন প্রেসিডেন্টের নতুন ঘোষণার পর পরিস্থিতি শান্ত হবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনের সময় পিছিয়ে দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচন হচ্ছে না।

আগামী মাসের ১৮ তারিখে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। তবে চলতি বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে অংশ নেয়া বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ দাবী করেছেন।

টিটিএন/এমকেএইচ

আরও পড়ুন