বিধ্বস্ত বিমানে ছিলেন ১৮ জন কানাডীয়
ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের নিহত ১৫৭ আরোহীর মধ্যে ১৮ জন কানাডীয় নাগরিক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রোববার এক বিবৃতিতে ওই দুর্ঘটনাকে বিধ্বংসী বলে উল্লেখ করেছেন।
এক টুইট বার্তায় তিনি বলেন, আজ সকালে ইথিওপিয়া থেকে দু:খজনক খবর পেলাম। ফ্লাইট ইটি৩০২-য়ে থাকা কানাডীয়সহ সকল হতাহতের প্রতি আমাদের গভীর সমবেদনা।
এর পরেই তার কার্যালয় থেকে এক বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, যেসব দেশের নাগরিকরা এই বিধ্বংসী দুর্ঘটনায় নিহত হয়েছেন সেসব দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে আমরা গভীর শোক প্রকাশ করছি।
রোববার সকালে আদ্দিস আবাবার বোল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ জন ক্রু-সহ ১৫৭ আরোহী নিয়ে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে যাত্রা শুরু করেছিল বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি। স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়নের ছয় মিনিট পর ৮টা ৪৪ মিনিটে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফতু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ৩০টি দেশের নাগরিকসহ জাতিসংঘের বেশ কয়েকজন কর্মীও ছিলেন। এছাড়া কানাডার ১৮ জন নাগরিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা