ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মেক্সিকোতে নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১০ মার্চ ২০১৯

মেক্সিকোর একটি নাইট ক্লাবে একদল বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন। এদের মধ্যে একজন নারীও আছেন। শনিবার পাবকলিক প্রসিকিউটরের দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে, কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, মেক্সিকোর গুয়ানোজুয়োতোতে ‘লা প্লায়া মেনস ক্লাব’-এ তিনটি ভ্যানে করে সূর্যোদয়ের ঠিক আগে আসে একদল বন্দুকধারী। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করে তারা। কিছুক্ষণের মধ্যেই রক্তে ভেসে যায় রাজপথ। আতঙ্কিত লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

গত সপ্তাহে এল মারো নামে এক প্রভাবশালী দুষ্কৃতীদলের নেতাকে গ্রেফতার করতে অভিযানে নেমেছিল মেক্সিকোর সেনাবাহিনী। নাইট ক্লাবে হামলার নেপথ্যে তারাই জড়িত থাকতে পারে যারা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন