ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আইএস প্রতিরোধে ঐকমত্য যুক্তরাষ্ট্র-রাশিয়া

প্রকাশিত: ১০:১৩ এএম, ১৫ অক্টোবর ২০১৪

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিষয়ে গোয়েন্দা তথ্য বিনিময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সমঝোতা হয়েছে। মঙ্গলবার প্যারিসে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে আলোচনা হয়।

আইএস’র বিরুদ্ধে যুদ্ধের করণীয় ও রুপরেখা ঠিক করতে মঙ্গলবার ২২টি দেশের প্রতিমন্ত্রির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় ইরাকের আনবার প্রদেশ ও সিরিয়ার কোবান শহরে আইএস’র সাম্প্রতিক অগ্রগতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন ওবামা।

তাই উভয় দেশে আইএসকে লক্ষ্য করে দীর্ঘমেয়াদী হামলা চালিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন ওবামা।

এদিকে, মঙ্গলবার ইরাক ও সিরিয়ার অবস্থা নিয়ে ফ্রান্সের প্যারিসে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

জন কেরি জানান, ওই অঞ্চলে আইএস ও অন্যান্য সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠীদের দমনে পরস্পর গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ইরাকের সেনাবাহিনীকে রেল ও অস্ত্র সরবরাহ বাড়ানোর বিষয়টি পর্যবেক্ষণ করবে মস্কো।

জন কেরি আশাবাদ ব্যক্ত করে বলেন, আইএসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে রাশিয়া শিগগিরই যোগ দিতে পারে।