ইবোলায় মোট ৪৪৪৭ জনের মৃত্যু
ইবোলা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ৪,৪৪৭ জনে দাঁড়িয়েছে। মৃতদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার তিনটি দেশ সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনির বাসিন্দা।
মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহকারী মহাপরিচালক ব্রুস আইলওয়ার্ডের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। তিনি জানিয়েছেন, ইবোলার বিস্তার ঠেকানোর পদক্ষেপ আরো জোরদার করা না হলে প্রতি সপ্তাহে ১০ হাজার মানুষ নতুন করে ইবোলা আক্রান্ত হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
তবে ওই দেশ তিনটির কোথাও কোথাও নতুন সংক্রমণের হার কমেছে বলেও জানিয়েছেন তিনি। পশ্চিম আফ্রিকার ওই তিনটি দেশে ইতিমধ্যেই এই ভাইরাসে মৃত্যুবরণকারীসহ আক্রান্তের সংখ্যা ৮,৯১৪ জন বলে জানিয়েছে ডব্লিউএইচও। চলতি সপ্তাহ শেষে এই সংখ্যা ৯ হাজার অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে।
ডিসেম্বর নাগাদ এই তিনটি দেশে প্রতি সপ্তাহে পাঁচ থেকে দশ হাজার নতুন সংক্রমণের ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ডব্লিউএইচও।
এদিকে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান ইবোলা প্রতিরোধে আড়াই কোটি ডলার দান করবেন বলে জানিয়েছেন।