ট্রেন থেকে পড়ে যাওয়া যাত্রীকে কাঁধে নিয়ে ছুটলেন কনস্টেবল
আরও একবার মানবিকতার পরিচয় দিল পুলিশ। ভারতের মধ্যপ্রদেশে ভিড়ের চাপে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এক যুবক। এই ঘটনা নজর এড়ায়নি রেল পুলিশের এক কনস্টেবলের।
এমন একটা জায়গায় ঘটনা ঘটেছে যেখানে গাড়ি চলার কোনও রাস্তা নেই। দু'পাশে গাছগাছালির জঙ্গলের ভেতর দিয়ে শুধু পাশাপাশি লম্বা সারির রেলপথ।
কোন কিছু না ভেবেই এক রেলকর্মীর সহযোগিতায় আহত যাত্রীকে কাঁধে তুলে নেন ওই কনস্টেবেল। লাইন ধরে ছুটলেন রাস্তা পর্যন্ত। প্রায় দেড় কিলোমিটার পথ পাড়ি দিলেন তিনি।
রাস্তায়ই পুলিশের গাড়ি ছিল। তাতে করেই আহত যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আঘাত পেলেও প্রাণে বেঁচে গিয়েছেন ওই যাত্রী।
আহত যাত্রীর জীবন বাঁচানো এই কনস্টেবলের নাম পুনম বিল্লোর। তার এমন মানবিকতার ছবি প্রকাশ পেতেই সবাই তার প্রশংসা করছেন।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রচুর অ্যাটাক ড্রোন তৈরির নির্দেশ কিম জং উনের
- ২ প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী
- ৩ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ৪ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৫ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই