ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আইএসে যোগ দেয়া তরুণী দেশে ফিরতে পারবেন না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:১৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দেয়া মার্কিন তরুণী দেশে ফিরতে পারবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আইএসে যোগ দেয়া ওই তরুণীকে দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে নির্দেশ দিয়েছেন যেন হুদা মুথানা নামের ওই তরুণীকে দেশে ফেরার অনুমতি দেয়া না হয়।

এর আগে এক বিবৃতিতে মাইক পম্পেও বলেছিলেন, ২৪ বছর বয়সী ওই তরুণী মার্কিন নাগরিক নন। আর তাকে যুক্তরাষ্ট্রে গ্রহণও করা হবে না।

তবে হুদার পরিবার এবং তার আইনজীবী বলছেন, তার মার্কিন নাগরিকত্ব রয়েছে। যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে বেড়ে উঠেছেন হুদা। ২০ বছর বয়সে তিনি আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমান।

তিনি তার পরিবারকে বলেছিলেন যে, তিনি তার বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন। কিন্তু তিনি আর ফিরে আসেননি। এখন তিনি যুক্তরাষ্ট্রে ফেরাত জন্য আকুতি জানাচ্ছেন কিন্তু তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেবে না ট্রাম্প সরকার।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন