পাকিস্তানে ৩৬ বিমানবন্দরে রেড অ্যালার্ট
জঙ্গি হামলার আশঙ্কায় পাকিস্তানের ৩৬টি বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির ৩৬টি বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া প্রধান দুটি বিমানবন্দর বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর ও নূর খান বিমানঘাঁটিতেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দেশটির বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। এরপর বিমানবন্দরে জঙ্গি হামলার আশঙ্কায় বৃহস্পতিবার রেড অ্যালার্ট জারির কথা জানানো হয়।
দেশটির ঊর্ধ্বতন এক নিরাপত্তা কর্মকর্তা জানান, বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হলেও যাত্রীরা যাতে কোনো ধরনের সমস্যায় না পড়েন সে বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে। এছাড়া বিমানবন্দরে আসা যাত্রীদের দেহ তল্লাশি ও জেরা করা হচ্ছে।
এসআইএস/এমআরআই