ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদিকে তড়িঘড়ি স্পর্শকাতর পরমাণু প্রযুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯

মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে সৌদি আরবকে অত্যন্ত স্পর্শকাতর পরমাণু প্রযুক্তি সরবরাহ করছে। এ তৎপরতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সম্পৃক্ত রয়েছেন।

২৪ পৃষ্ঠার এ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদের নজরদারি এবং সংস্কার কমিটি। এতে ট্রাম্প সরকারের তৎপরতা তুলে ধরা হয়। সৌদিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি রিয়াদের আনুকূল্য লাভের আশায় এসব তৎপরতা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এতে পরমাণু অস্ত্র প্রযুক্তি বিস্তারের ঝুঁকি বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মার্কিন স্পর্শকাতর পরমাণু প্রযুক্তির কল্যাণে সৌদি আরব হয়তো পরমাণু অস্ত্র বানাতে পারবে। আর এতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরো বাড়বে।

প্রতিবেদনে সৌদির কাছে মার্কিন পরমাণু প্রযুক্তি হস্তান্তর অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা করা হয়। এ নিয়ে তদন্তের আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে কাজ শুরু করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। পার্সট্যুডে।

এসআইএস/এমকেএইচ

আরও পড়ুন