পশ্চিমবঙ্গে জেএমবি সদস্য গ্রেফতার
পশ্চিমবঙ্গের সাঁতরাগাছি রেলস্টেশন থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ওই জেএমবি সদস্যের নাম আসিফ ইকবাল ওরফে নাদিম। তার বাড়ি রাজ্যের মুর্শিদাবাদ জেলায়।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাতে মুর্শিদাবাদের বাসিন্দা নাদিমকে সাঁতরাগাছি স্টেশন থেকে গ্রেফতার করা হয়।
২০১৭ সাল থেকে জেএমবির সঙ্গে যুক্ত নাদিম। চেন্নাই গিয়ে কৌসরের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। এর আগে ২০১৮ সালে এনআইএর হাতে ধরা পড়ে কৌসর।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, নাদিমকে আদালতে তোলা হলে তাকে ৫ মার্চ পর্যন্ত নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
এর আগে, গত শনিবার পশ্চিমবঙ্গের বাবুঘাট থেকে গ্রেফতার করা হয় আরিফুল ইসলাম ওরফে আরিফ নামে আরেক জেএমবি সদস্যকে।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা