বিয়ে বাড়িতে ট্রাক ঢুকে নিহত ১৩, আহত ৩৪
ভারতের রাজস্থান প্রদেশে এক বিয়ে বাড়িতে দ্রুতগতির একটি ট্রাক ঢুকে ১৩ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। সোমবার রাজস্থানের প্রতাপগড় জেলার প্রতাপগড়-জয়পুর মহাসড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজস্থানের প্রতাপগড় জেলার মহাসড়ক সংলগ্ন আমবাউলি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। হঠাৎ একটি ট্রাক পেছন থেকে এসে বিয়ে বাড়ির মাঝখানে ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন>> ভারতীয় দুই যুদ্ধবিমানের সংঘর্ষ (ভিডিও)
প্রতিবেদন অনুযায়ী, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৩৪ জনের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে স্থানীয় হাসপাতাল থেকে উদয়পুর শহরের মহারানা ভূপাল সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রতাপগড় জেলা পুলিশের মহাপরিদর্শক অনীল কুমার বলছেন, বিয়ে বাড়িতে ট্রাক ঢুকে পড়লে ঘটনাস্থলে প্রাণ হারান ৯ জন। পরে হাসপাতালে নেয়ার পথে বাকি চারজনের মৃত্যু হয়।
এসএ/এমএস