ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্রের ইলিয়নস অঙ্গরাজ্যের একটি ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে জানানো হয়েছে, ইলিয়নসের শিকাগো শহর থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে অরোরা নামক স্থানে শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় বন্দুকধারী নিজেও নিহত হয়েছেন। তাছাড়া ওই বন্দুকধারীর অতর্কিতে আক্রমণে পাঁচ কর্মকর্তা নিহত হন।

গত বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে এক স্কুলে বন্দুক হামলার ঘটনার এক বছর পূর্তির ঠিক একদিন পর এ হামলার ঘটনা ঘটলো। স্কুলের ওই হামলায় ১৭ জন নিহত হয়েছিলেন।

শুক্রবারের এই বন্দুক হামলার ঘটনাটি ঘটেছে হেনরি প্রাট কোম্পানি নামের পানি তোলার বড় পাইপের ভাল্ব বানানোর একটি কারখানাতে। পুলিশ বলছে, ওই বন্দুকধারীর নাম গ্যারি মার্টিন। তিনি নিজেও ওই কোম্পানিটির একজন কর্মী।

এসএ/এমএস

আরও পড়ুন