গুজরাটে কারফিউ
ভারতের গুজরাটে চাকরি ও শিক্ষায় বিশেষ কোটার দাবিতে প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভ সহিংসতার রুপ নেয়ায় কারফিউ জারি করা হয়েছে। আহমেদাবাদ ও গুজরাটের বেশ কয়েকটি শহরে এ কারফিউ চলছে। সহিংসতার আশঙ্কায় রাজ্যের বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও হোয়াটস অ্যাপস সেবা বন্ধ করা হয়েছে।
এদিকে, দাবি আদায়ে বুধবার গুজরাটে অবরোধ পালন করছে প্যাটেল সম্প্রদায়ের লোকজন। এর আগে মঙ্গলবার বিক্ষোভে লাঠিচার্জের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে প্যাটেল সম্প্রদায়। আন্দোলনে নেতৃত্ব দেয়া হার্দিক প্যাটেলকে আটকের পর মঙ্গলবার সন্ধ্যার দিকে ছেড়ে দেওয়া হয়। তিনি দাবি আদায়ে বুধবার গুজরাটে অবরোধের ডাক দিয়েছেন।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ২০ শতাংশ লোক প্যাটেল সম্প্রদায়ের। এই সম্প্রদায়ের লোকজন হীরক শিল্পের সঙ্গে জড়িত। বিক্ষোভকারীদের অভিযোগ, নিম্ন বর্ণের জন্য কোটার বিধান রাখায় প্যাটেল সম্প্রদায়ের লোকজনকে অসুবিধায় পড়তে হয়। শিক্ষা ও চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার মুখোমুখি না হওয়ার জন্য তারা কোটার দাবি জানাচ্ছে।
এসঅাইএস/এএইচ