গাজায় ৮ হাজার ৫১৫ ক্যানসার রোগী, শিশু ৬০৮
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্যানসার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত এক তালিকায় দেখা গেছে অঞ্চলটিতে ক্যানসার আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৮ হাজার ৫১৫। তবে উদ্বেগের বিষয় হলো, ক্যানসার রোগীর মধ্যে ৬০৮টি শিশুও রয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১২ বছর ধরে দখলকৃত এই অঞ্চলটিতে চলা অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি এবং ওষুধ, চিকিৎসা সরঞ্জামাদির স্বল্পতার কারণে ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই পরিসংখ্যানে দেখা যায়, ক্যানসার আক্রান্ত রোগীর মধ্যে ৪ হাজার ৭০৫ জনই নারী। যা মোট রোগীর ৫৫ দশমিক ৩ শতাংশ। তাছাড়া উল্লেখযোগ্যসংখ্যক শিশুও ক্যানসার আক্রান্ত। অঞ্চলটিতে এমন পরিস্থিতি চলতে থাকলে এই সংখ্যা আরও বাড়তে বলেও আশঙ্কা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০১৮ সালে গাজায় ক্যানসার ও রক্ত সংক্রান্ত অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় ওষুধের ৫৮ শতাংশ ঘাটতি রয়েছে। ফলে মরণব্যাধি ক্যানসার প্রতিরোধ করা মুশকিল হয়ে পড়েছে।
এসএ/এমএস