নামের শেষে ট্রাম্প থাকায় কংগ্রেসের অতিথি জোশুয়া
মার্কিন কংগ্রেসে দ্বিতীয় স্টেট অব দ্য ইউনিয়ন শীর্ষক ভাষণ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তার এই ভাষণের সময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবে ১১ বছর বয়সী বিজ্ঞানপ্রেমী ষষ্ঠ গ্রেডের এক কিশোর। কিন্তু ট্রাম্পের কংগ্রেসের ভাষণে কেন অতিথির তালিকায় এই কিশোর?
এই কিশোরের বাড়ি যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের উইলমিংটনে; প্রেসিডেন্ট পরিবারের কোনো সদস্যও নয় সে। তার নামের শেষে ট্রাম্প থাকায় সম্প্রতি স্কুলে হয়রানি করা হয় তাকে। হোয়াইট হাউসের সংক্ষিপ্ত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই কিশোর বিজ্ঞান, শিল্পকলা ও ইতিহাসের ভক্ত। সে অবশ্য প্রাণীকূলও ভালোবাসে। ভবিষ্যতে এ সংক্রান্ত খাতে তার ক্যারিয়ার গড়ার আশা রয়েছে।
ওই কিশোরের পুরো নাম জোশুয়া ট্রাম্প। হোয়াইট হাউস বলছে, দুর্ভাগ্যবশত, নামের শেষাংশের কারণে স্কুলে উত্যক্তের শিকার হয়েছে জোশুয়া। কিন্তু তাকে সমর্থন করার জন্য ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও প্রেসিডেন্ট পরিবারের প্রতি কৃতজ্ঞ সে।
মার্কিন কংগ্রেসের বার্ষিক ভাষণের দিনে সেখানে প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং কংগ্রেসের ৫৩৫ সদস্য তাদের পছন্দের অতিথিদের আমন্ত্রণ জানানোর সুযোগ পান। মার্কিন রাজনীতির অন্যতম এই ভাষণে প্রেসিডেন্ট তার মেয়াদের সফলতা ও লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে দীর্ঘ বক্তৃতা দেন।
সূত্র : এএফপি।
এসআইএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার