ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিবিআইয়ের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকে কলকাতা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের যুগ্ম পরিচালক পঙ্কজ শ্রীবাস্তবকে আইনি নোটিশ পাঠিয়েছে কলকাতা পুলিশ। পাল্টা পদক্ষেপ হিসেবে সোমবার কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে সিবিআই। রোববার কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযানের নিন্দা জানিয়ে ধর্মঘটে বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

ভারতীয় গণমাধ্যমেগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, মমতা ব্যানার্জীর অবস্থান ধর্মঘটের মধ্যে সিবিআই বনাম কলকাতা পুলিশের মামলা ও আইন নোটিশের এই মুখোমুখি লড়াই রাজ্যে এবার নতুন মাত্রা যোগ করেছে। কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআইয়ের করা মামলার শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঘটনার সূত্রপাত রোববার বিকেলে। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে অনুমতি না নিয়ে তল্লাশি অভিযানে যায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের কর্মকর্তারা। অনুমতি না থাকায় কমিশনারের বাসভবনে মোতায়েন পুলিশ সদস্যরা তাদেরকে ভেতরে ঢুকতে বাধা দেন। দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়। ঘটনার এক পর্যায়ে কলকাতা পুলিশ সিবিআই কর্মকর্তাদের ধরে থানায় নিয়ে যান।

এমন খবর শোনার পর ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সভাপতি অমিত শাহ’র বিরুদ্ধে বাংলায় অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ তুলে অবস্থান ধর্মঘটে বসেন তিনি। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি অবস্থান ধর্মঘট পালন করবেন বলে জানিয়েছেন।

মমতা ব্যানার্জী বলেন, ‘এমন ঘটনা স্পষ্টতই ভারতীয় সংবিধানের লঙ্ঘন। রাজ্যের কর্মকর্তাদের রক্ষা করা আমার দায়িত্ব।’ সিবিআই কর্মকর্তাদের উদ্দেশে মমতা বলেন, ‘তোমাদের এত সাহস কোথা থেকে হয় যে, তোমরা পুলিশ কমিশনারের বাসায় গ্রেফতারি পরোয়ানা ছাড়া তল্লাশি অভিযানে যাও?’

এমন ঘটনার পর কলকাতা পুলিশের ভবানীপুর থানা যুগ্ম পরিচালক পঙ্কজ শ্রীবাস্তবকে আইনি নোটিশ পাঠিয়েছে। পঙ্কজ শ্রীবাস্তবকে ৪৫ লাখ রুপি প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদ করতে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তারা।


নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন পঙ্কজ শ্রীবাস্তব। সিবিআইয়ের এই যুগ্ম পরিচালক জানিয়েছেন, ‘আমি নোটিশ পেয়েছি। আইনি পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’ রোববার কলকাতা পুলিশের হাতে সিবিআই কর্মকর্তাদের চরম হেনস্থার ভিডিও দিল্লিতে সিবিআই দফতরে পাঠয়েছেন বলে জানান তিনি।

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে রোববার চরম বাধার মুখে পড়েন ডিএসপি তথাগত বর্ধনসহ সিবিআইয়ের ৪০ কর্মকর্তার একটি তদন্তকারী দল। সিবিআই কর্মকর্তাদের সঙ্গে কলকাতা পুলিশের চরম ধস্তাধস্তি হয়। সিবিআই কর্মর্তাদের গাড়িতে তুলে থানায় নিয়ে যায় কলকাতা পুলিশ।

এসএ/আরআইপি

আরও পড়ুন