ব্রাজিলে বাঁধ ধসে নিহতের সংখ্যা ১২১, নিখোঁজ ২২৬
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি খনির কাছে বাঁধ ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২২৬ জন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মাসের ২৫ তারিখে ব্রুমাদিনহো শহরের লোহার আকরিক খনির কাছে দেশটির সবচেয়ে বড় খনি কোম্পানি ভেলের নিয়ন্ত্রণে থাকা বাঁধটি ধসে পড়ে। এতে বহু মানুষ হতাহত হয়েছে। মাইনাস গেরাইস রাজ্যের জরুরি বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, মরদেহ উদ্ধারে এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।
গত সপ্তাহে জীবিত কাউকে উদ্ধার করা হয়নি। সে কারণে যারা নিখোঁজ রয়েছেন তাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা হচ্ছে।
বাঁধ ধসে পড়ায় হতাহত এবং নিখোঁজদের মধ্যে অধিকাংশই শ্রমিক। বাঁধ ধসে পড়ার সময় অনেকেই সেখানকার একটি ক্যাফেটেরিয়াতে দুপুরের খাবার খাচ্ছিলেন। ফলে সেখানে থাকা লোকজন কাঁদা-মাটির স্রোতে চাপা পড়ে।
নিখোঁজদের মধ্যে প্রায় ২শ জন বাসিন্দাই মাইনাস গেরাইস রাজ্যের ব্রুমাদিনহোর প্রত্যন্ত এলাকার বাসিন্দা। সেখানেই ভেলে খনি কোম্পানি অবস্থিত। এ নিয়ে গত তিন বছরে এটা বাঁধ ধসে পড়ার দ্বিতীয় ঘটনা।
টিটিএন/পিআর