আবারও এয়ার ইন্ডিয়ার বিমানের খাবারে তেলাপোকা
এয়ার ইন্ডিয়ার ভুপাল-মুম্বাই ফ্লাইটে এক যাত্রীর খাবারে তেলাপোকা পাওয়া গেছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ক্ষুব্ধ রহিত রাজ সিং চৌহান নামের ওই যাত্রী জানান, শনিবার ভোরে ভুপাল থেকে এ১-৬৩৪ ফ্লাইটে করে তিনি মুম্বাই যাচ্ছিলেন।
বিমানে তাকে যে খাবার দেওয়া হয়েছিল, তার মধ্যেই পড়েছিল একটি মরা তেলাপোকা। রহিতের অভিযোগ, বিষয়টি বিমানকর্মীদের নজরে আনা সত্ত্বেও, তারা আমলে নেননি। পরে লিখিত ভাবে অভিযোগ করেন ওই যাত্রী।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। খাবার ভালো করে চেক না করে কী করে পরিবেশন করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রহিত।
তিনি বলেন, অভিযোগ করা সত্ত্বেও বিমান কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। দুঃখ প্রকাশ করে দায় সেরেছে। প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ায় এ ধরনের ঘটনা নতুন নয়। ২০১৭ সালের ডিসেম্বরেও এক নারী বিমানযাত্রী খাবার থেকে মরা তেলাপোকা পেয়েছিলেন।
টিটিএন/পিআর