সিংহাসনে বসলেন মালয়েশিয়ার নতুন রাজা আবদুল্লাহ
সিংহাসনে বসলেন মালয়েশিয়ার নতুন রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ। দেশটির ১৬তম রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করলেন তিনি।
মালয়েশিয়ায় পর্যায়ক্রমে সিংহাসনে আরোহণের ঘটনা ঘটে। প্রতি পাঁচ বছর পরপর উত্তরাধিকার সূত্রে দেশটির নয় রাজপরিবারের নয়জন শাসকের মধ্যে ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্যায়ক্রমে সিংহাসনের হাতবদল হয়।
চলতি মাসের ২৪ তারিখে এক যৌথ অধিবেশনে নয়টি রাজপরিবারের ভোটে রাজা হিসেবে নির্বাচিত হন আবদুল্লাহ। কিন্তু দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাজা হিসেবে মেয়াদ পূর্তির তিন বছর আগেই পদত্যাগ করেন সুলতান মুহাম্মদ পঞ্চম। রুশ সুন্দরীকে বিয়ের পর সুলতান মুহাম্মদ পঞ্চম সিংহাসন ত্যাগের ঘোষণা দেন। এর আগে কোন রাজা মেয়াদ শেষের আগে পদত্যাগ করেননি।
বৃহস্পতিবার নতুন রাজা আবদুল্লাহ ঐতিহ্যবাহী পোশাক পরে কুয়ালালামপুরের ন্যাশনাল প্যালেসে শপথ গ্রহণ করেন। সে সময় তার স্ত্রী তুংকু আজিজাহ আমিনাহ মাইমুনাহ উপস্থিত ছিলেন।
১৯৫৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকেই পাঁচ বছরের জন্য একজন রাজা নির্বাচন করে আসছে মালয়েশিয়া। মাহাথির মোহাম্মদের সরকারের হয়ে ক্ষমতা গ্রহণ করেছেন আবদুল্লাহ। গত বছরের মে মাসের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে জয়ী হন মাহাথির মোহাম্মদ।
পার্লামেন্ট ভবনে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সরকারের মন্ত্রীরা এবং পার্লামেন্টের সদস্যরা নতুন রাজাকে স্বাগত জানিয়েছেন। নতুন রাজাকে গার্ড অব অনার দেয়া হয়েছে।
টিটিএন/জেআইএম