দুর্নীতিবিরোধী অভিযান সমাপ্ত সৌদিতে
দেশজুড়ে দুর্নীতিবিরোধী অভিযান সমাপ্ত ঘোষণা করেছে সৌদি আরব। ২০১৭ সালে শুরু হওয়া এই অভিযানে ব্যাপক ধরপাকড় শুরু হয়। এতে দেশটির কয়েকশ প্রিন্স, ব্যবসায়ী ও ধনকুবের আটক হন।
উপসাগরীয় দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এক বছরের বেশি সময় ধরে চলা এই অভিযানে সম্পত্তি ও নগদ অর্থসহ ১০ হাজার কোটি ডলারেরও বেশি জরিমানা হিসেবে কোষাগারে জমা করা হয়েছে।
আটক হওয়াদের মধ্যে অনেকেই কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন। অপরদিকে, নিজেদের ওপর আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন ৮৭ জন।
তবে কোন ধরনের সমঝোতায় রাজি না হওয়ায় আটজনকে সরকারি প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে। এছাড়া আরও ৫৬টি মামলার ক্ষেত্রে অপরাধের অভিযোগ সাব্যস্ত না হওয়ায় মামলাগুলো এখনও নিষ্পত্তি হয়নি।
২০১৭ সালের নভেম্বরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়। সে সময় থেকে প্রায় দুই শতাধিক প্রিন্স, মন্ত্রী এবং ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের পাঁচ তারকা হোটেল রিটজ শার্লটনসহ রাজধানী রিয়াদের বেশ কয়েকটি বিলাসবহুল হোটেলে বন্দী করে রাখা হয়।
টিটিএন/জেআইএম