সৌদিতে ভারী বৃষ্টিপাত-বন্যায় ১২ জনের মৃত্যু
চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাত ও বন্যায় সৌদিতে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জর্ডান সীমান্তের কাছে দেশটির পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রতিরক্ষা কর্তৃপক্ষের বরাত দিয়ে এসপিএ নিউজ এজেন্সির এক খবরে জানানো হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরে ১০ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, পবিত্র নগরী মদিনাতে একজন এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় একজন নিহত হয়েছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে এখন পর্যন্ত ২৭১ জনকে উদ্ধার করা হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা বাহিনী উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক অঞ্চল থেকে ১৩৭ জনকে উদ্ধার করেছে।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ২ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৩ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৪ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
- ৫ ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস