ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দুর্নীতি কমেছে ভারতে, বেড়েছে চীন-পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৩৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯

দুর্নীতি কমেছে ভারতে। বিশ্ব দুর্নীতির সূচকে ভারত সামান্য উপরের সারিতে উঠে এসেছে। অন্যদিকে, প্রতিবেশী দেশ চীনের পরিস্থিতি বেশ উদ্বেগজনক বলে একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে দুর্নীতি বিষয়ে আন্তর্জাতিক ওয়াচডগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। তাদের দেওয়া তালিকা অনুসারে, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে দুর্নীতির নিরিখে ভারতের অবস্থান ৭৮।

দুর্নীতিমুক্ত থাকার ক্ষেত্রে ৩ পয়েন্ট বেড়ে ১০০-য়ের মধ্যে ভারতের স্কোর ৪১। ভারতের দুই প্রতিবেশী দেশ চীন এবং পাকিস্তান যথাক্রমে ৮৭ এবং ১১৭ নম্বরে। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তিন দেশ হলো সোমালিয়া, সিরিয়া এবং দক্ষিণ সুদান।

টিটিএন/পিআর

আরও পড়ুন