ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২৫ আগস্ট ২০১৫

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সশস্ত্র প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠীর সংঘর্ষে কমপক্ষে তিন জনের প্রাণহানি ঘটেছে। দেশটির দক্ষিণের বন্দর নগরী সিডনের কাছে সোমবার এ ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার ।

গোষ্ঠী দুটি হলো জান্দ আল শাম এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমর্থকগোষ্ঠী ফাতাহ দল। লক্ষাধিক শরণার্থীর শিবির আইন আল হিলওয়েহতে সোমবার এই সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আব্বাসের সমর্থকগোষ্ঠীর তিনজন নিহত হয়। এছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। যাদের সিডনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি। তবে সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে শরণার্থীরা।

এর আগেও বেশ কয়েকবার ওই শরণার্থী শিবিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার এক সংঘর্ষে ফাতাহ সমর্থক দুই জন নিহত হয়।

১৯৭৫-১৯৯০ সালে একটি শান্তি চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী এই শিবিরের ভেতরে লেবানন সেনারা প্রবেশ করতে পারে না। শিবিরটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে ফিলিস্তিন।

এসঅাইএস/এএ/এমএস