ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইসরায়েলে হামলার হুমকি দিল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯

সিরিয়ায় ফের হামলা হলে প্রতিশোধ হিসেবে ইসরাইলে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে লেবাননভিত্তিক সামরিক রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ। সংগঠনের পক্ষে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

লেবাননের আরবি চ্যানেল আল-মায়াদিনকে দেয়া সাক্ষাৎকারে মহাসচিব সাইয়্যেদ বলেন, ইসরায়েল যদি সিরিয়ায় হামলা করে তাহলে সেই পরিণতি হবে ভয়াবহ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তারা যদি ফের সিরিয়ায় হামলা চালায় তাহলে আমরাও পাল্টা হামলা চালাবো।

সিরিয়ায় ইসরাইলের সর্বশেষ হামলার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সিরিয়ায় শেষবার যা ঘটেছে তা খুবই বিপজ্জনক। হিজবুল্লাহ তার মিত্রদের নিয়ে সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের জবাব দিতে পারেন বলেও জানান তিনি।

তিনি এ সময় ইসরাইল বিরোধী জোটের সক্ষমতাকে খাটো করে না দেখার জন্য তেল আবিবের প্রতি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এ জোট ইসরাইলি আগ্রাসনের সমুচিত জবাব দেয়ার ক্ষমতা রাখে।
তথ্যসূত্র: পার্সটুডে

এসএ/পিআর

আরও পড়ুন