একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন রুবিনা
ভারতে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী। বিরল এ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়।
ভারতীয় দৈনিক আনন্দবাজার বলছে, পাঁচ সন্তানের মা হওয়া ওই তরুণীর নাম রুবিনা বেগম। প্রথমবারের মতো মা হয়েছেন তিনি। আল্ট্রাসনোগ্রাফি করতে গিয়ে চিকিৎসকরা দেখেন, গর্ভে একসঙ্গে চারটি সন্তান রয়েছে। আগামী মার্চের শেষে বা এপ্রিলের গোড়ায় প্রসব হওয়ার কথা।
কিন্তু বৃহস্পতিবার ভোর রাতেই তার প্রসব বেদনা ওঠে। সকাল সাড়ে ছ’টায় ভর্তি করানো হয় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে। সকাল ৯টায় প্রসব হয় রুবিনার। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চারটি কন্যা সন্তান এবং একটি অপরিণত মাংসপিণ্ডের জন্ম দেন রুবিনা।
আরও পড়ুন : ‘কলঙ্কিত পুরুষের জীবনসঙ্গী প্রিয়াঙ্কা’
একসঙ্গে চার বা পাঁচ সন্তানের জন্ম দেওয়া বিরল ঘটনা। মহকুমা হাসপাতালের স্ত্রী-রোগ বিশেষজ্ঞ অলোক সাঁতরা বলেন, এমন ঘটনা ৮-১০ বছরে একটি ঘটে। জিনগত কারণে এমনটা ঘটতে পারে।
তিনি বলেন, রুবিনার স্বামী মোহাম্মদ মোকসেদ দিনমজুর। তার ওজন ছিল মোট ৩৯ কেজি। এত কম ওজনে এত বাচ্চা নিয়ে পূর্ণ গর্ভাবস্থা কাটানো কঠিন। অলোক সাঁতরা বলেন, ‘আর এক মাস পরে জন্মালে বাচ্চাদের শারীরিক অবস্থা আরো ভাল হতো।
তিনি বলেন, ‘রুবিনার স্বাভাবিক প্রসব হয়েছে। এসব ক্ষেত্রে প্রচুর রক্তপাতের আশঙ্কা থাকে। তবে রুবিনার তেমন রক্তপাত হয়নি। তিনি সুস্থ আছেন।’ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জন্মের সময় চার কন্যার ওজন ছিল যথাক্রমে ৩৮৫ গ্রাম, ৫৮৫ গ্রাম, ৬৮২ গ্রাম ও ৯০০ গ্রাম। বাকি অসম্পূর্ণ মৃত সন্তানটির দু’টি পা ও একটি হাত তৈরি হয়েছিল।
আরও পড়ুন : ভক্তদের এ কেমন পাগলামী?
মেখলিগঞ্জ থেকে রুবিনা ও তার সন্তানদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। মেখলিগঞ্জ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সুজয় মুখোপাধ্যায় বলেন, ‘শিশুগুলো শারীরিকভাবে খুবই দুর্বল ছিল। তাই রেফার করা হয়েছে।’ তবে অসমর্থিত একটি বলছে, হাসপাতালে নেয়ার পথে এক সন্তানের মৃত্যু হয়। তবে বাকি তিন সন্তান ও রুবিনা ভালো রয়েছে।
এসআইএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ, মেটাকে জরিমানা
- ২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী
- ৩ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ৪ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?