ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মোতায়েন!

প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৪ আগস্ট ২০১৫

কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ায় বি-৫২ বোমারু বিমান মোতায়েন করার কথা বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ারও সমর্থন রয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সেওক সোমবার এক ব্রিফিংয়ে বলেন, ওয়াশিংটন ও সিউল বি-৫২ বোমারু বিমান মোতায়েনের সময় এবং দিনক্ষণ নিয়ে আলোচনা করছে। পাশাপাশি আমেরিকা ও দক্ষিণ কোরিয়া চলমান পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে।

কিন মিন বলেন, তার দেশ যেকোনো ধরনের সামরিক উস্কানির বিরোধী। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে সামরিক হামলা হলে তার কঠোর জবাব পিয়ংইয়ংকে দেযা হবে।

এর আগে হামলা পাল্টা-হামলা চালানোর পর দেশ দুটির শীর্ষ পর্যায়ের নেতারা সীমান্ত এলাকায় আলোচনায় বসে। দুই দিন ধরে চলা ওই আলোচনায় কোনো বিশেষ ইস্যুতে অগ্রগতি হয়েছে কিনা জানা যায়নি।

এসআইএস