ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ আবারো কারাগারে

প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৪ আগস্ট ২০১৫

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দেশটির একটি আদালত নাশিদের ১৩ বছরের কারাদণ্ডাদেশ স্থগিত করে গৃহবন্দির আদেশ দেয়। এর দুই মাস পর রোববার সন্ধ্যায় পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। খবর এনডিটিভির।

মালদিভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) এই নেতাকে এর আগে শারীরিক অসুস্থ্যতার কারণে কারাদণ্ডের পরিবর্তে দুই মাসের জন্য গৃহবন্দী করে রাখা হয়। যার মেয়াদ শেষ হয়েছে গত শুক্রবার। এরপরই তাকে কারাগারে পাঠানো হলো।

নাশিদকে রোববার রাতে রাজধানী মালেতে তার বাড়ি থেকে কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়। এসময় পুলিশ ও কারা কর্মকর্তাদের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষ হয়।

সাবেক এই প্রেসিডেন্টের এক আইনজীবী বিবৃতিতে বলেন, নাশিদকে পুনরায় কারাগারে পাঠানোর মাধ্যমে সরকার সংবিধান লংঘন করেছে। আদালতের কোন রায়কে পাল্টানোর কোন বিধান নেই।

মালদ্বীপের একটি আদালত সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় দেশটির গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট নাশিদকে চলতি বছরের মার্চ মাসে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেয়। এরপর ১৯ জুলাই আনুষ্ঠানিকভাবে নাশিদের সাজা বাতিল করে তাকে দুই মাসের জন্য গৃহবন্দী করে রাখার নির্দেশ দেয় আদালত।

ক্ষমতায় থাকাকালে দেশটির তৎকালীন একজন বিচারককে দুর্নীতির দায়ে গ্রেফতারের ঘটনার সঙ্গে নাশিদের এই সাজার সম্পর্ক রয়েছে বলে তার সমর্থকদের অভিযোগ। ২০১২ সালে নাশিদকে ক্ষমতাচ্যুত করা হয়।

এসআইএস/আরআইপি