ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইতিহাসের সর্বনিম্ন জন্মহার চীনে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২১ জানুয়ারি ২০১৯

৭০ বছর আগে আধুনিক চীন প্রতিষ্ঠিত হওয়ার পর গত বছর দেশটিতে সন্তানের জন্মহার ছিল এ যাবৎকালের সর্বনিম্ন। সোমবার দেশটির প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। দম্পতিদের অধিক সন্তান জন্মদানে উৎসাহিত করার কর্মসূচিও মুখ থুবড়ে পড়েছে।

চীনের পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ১৯৪৯ সালের পর গত বছর দেশটিতে জন্মহার প্রতি হাজারে সর্বনিম্ন ১০ দশমিক ৯৪ ছিল। ২০১৭ সালেও এই হার প্রতি হাজারে ছিল ১২ দশমিক ৪৩; গত বছর দেশটিতে সন্তান জন্ম নিয়েছে দেড় কোটির বেশি। কিন্তু তা আগের বছরের চেয়ে প্রায় ২০ লাখ কম।

এছাড়া দেশটিতে ১৯৬০ সালের ভয়াবহ দুর্ভিক্ষের সময়ের চেয়েও বর্তমানে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি ও মৃত্যুর হারও এযাবৎকালের সর্বনিম্নে পৌঁছেছে।

আরও পড়ুন : চীনের অর্থনীতিতে তিন দশকের মধ্যে রেকর্ড পতন

১৯৭৯ সালে এক সন্তান নীতি চালু করেছিল চীন। ২০১৬ সালে এক সন্তান নীতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় দেশটি। সেই সময় সন্তানের কম জন্মহার ও বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়, শহুরে দম্পতিরা এখন থেকে দু’টি করে সন্তান নিতে পারবেন।

চলতি মাসে দেশটির সরকারি একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান সতর্ক করে দিয়ে জানায়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশের জনসংখ্যা ২০২৭ সালের আগেই উদ্বেগজনক মাত্রায় কমিয়ে আসতে পারে।

সন্তান জন্মহার কমিয়ে আসার পেছনের কারণ সম্পর্কে কোনো তথ্য জানায়নি চীনা পরিসংখ্যান ব্যুরো। তবে গত তিন দশকের মধ্যে ২০১৮ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বনিম্ন হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র : রয়টার্স।

এসআইএস/এমএস

আরও পড়ুন