নদীতে ভাসমান ওটা কী?
নদীতে ভাসছে বিশাল গোলাকৃতি সাদা রঙের একটি বস্তু। দেখতে ঠিক চাঁদের মতো; তাহলে কি চাঁদ পৃথিবীতে নেমে এলো! সোশ্যাল মিডিয়ায় ছবিটি ঘুরপাক খাচ্ছে আর এমনি নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
আমেরিকার ওয়েস্টব্রুকের মেইনে প্রিসামস্কট নদীতে ধরা পড়া ছবিটি দূর থেকে দেখলে মনে হবে যেন, নদীর বুকে চাঁদ ভেসে রয়েছে! ছবিটি ভাইরাল হওয়ার পরই চারদিক শোরগোল পড়ে যায়। দৃশ্যটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধান প্রশ্ন, তাহলে এটা কী?
স্থানীয় সূত্রের রবাত দিয়ে আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, নদীতে ভাসমান বিশাল গোলাকৃতির ওই জিনিসটি আসলে বরফের চাদর। প্রচণ্ড ঠান্ডায় নদীর পানি জমে গিয়েছিল। বিশেষ করে যেখানে গোলাকৃতি বরফের চাদরটা ভাসছে, সেখানে নদীর বাঁক থাকায় জলের ঘূর্ণির কারণে বরফ জলের স্রোতে কাটতে কাটতে সেটা গোলাকার ধারণ করে।
বরফের চাদরটির পরিধি প্রায় ৩০০ ফুট। স্রোতের সঙ্গে সঙ্গে সেটি ঘুরছিল ঘড়ির কাঁটার বিপরীতে।
বিষয়টি গত সোমবার (১৪ জানুয়ারি) সকালে স্থানীয়দের নজরে আসে। স্থানীয়রা সেটির ছবি এবং ভিডিও পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।কেউ কেউ কমেন্টস করেন, নদীর বুকে যেন চাঁদ নেমে এসেছে!
আরএস/এমএস