সিডনিতে কুড়াল নিয়ে হামলায় নারীর কারাদণ্ড
অস্ট্রেলিয়ার সিডনিতে একটি দোকানে কুড়াল নিয়ে হামলার ঘটনায় এক নারীর কারাদণ্ড হয়েছে। ওই নারী একটি দোকানের ভেতরে এলোপাতাড়িভাবে দু’জনের ওপর হামলা চালিয়েছিল।
২০১৭ সালের জানুয়ারিতে সিডনির ৭-এলিভেনে ইভি আমাতি (২৬) নামের ওই নারীর হামলায় এক পুরুষ এবং এক নারী গুরুতর আহত হন। তিনি দোকানের ভেতরে আরও এক ক্রেতার ওপর হামলার চেষ্টা করেন। তবে সৌভাগ্যক্রমে ওই ক্রেতা কোন ধরনের আঘাত পাননি।
গত বছরের এক শুনানিতে এটা নিশ্চিত হওয়া গেছে যে, আমাতি মানসিকভাবে অসুস্থ ছিলেন না। তিনি আদালতে যে যুক্তি দেখিয়েছেন তা প্রত্যাখ্যান করা হয়েছে।
শুক্রবার এক শুনানিতে ওই হামলার ঘটনাকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তাকে সর্বোচ্চ নয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বিচারপতি মার্ক উইলিয়াম বলেন, এই হামলার ঘটনায় প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা ছিল। শুধুমাত্র সৌভাগ্যক্রমে তারা বেঁচে গেছেন।
টিটিএন/এমএস