ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শুরু হয়েছে কুম্ভস্নান, অংশ নেবেন ১২ কোটি পূণ্যার্থী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৫ জানুয়ারি ২০১৯

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে গঙ্গা নদীতে আজ (১৫ জানুয়ারি) শুরু হয়েছে কুম্ভের পবিত্র স্নান। ধারণা করা হচ্ছে এ বারের কুম্ভস্নানে পূণ্য লাভের আশায় প্রায় ১২ কোটি সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী অংশ নেবেন। এ উপলক্ষে ওই এলাকায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে ২০১৩ সালে শেষবার অনুষ্ঠিত হয়েছিল কুম্ভমেলা। আজ থেকে শুরু হওয়া এ মেলা চলবে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।

কুম্ভমেলা সম্পর্কে কিছু তথ্য-
১) প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও এলাহাবাদে অর্ধকুম্ভ মেলা বসে। প্রতি ১২ বছর বা এক যুগ পর প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয়। হিসাব করলে দেখা যায় প্রতি তিন বছর পরপর এই চার স্থানের যে কোনো একটিতে পূর্ণ বা অর্ধ কুম্ভমেলা বসবেই।

২) ১২টি পূর্ণকুম্ভ বা পরিপূর্ণ কুম্ভ মেলা, অর্থাৎ প্রতি ১৪৪ বছর পর প্রয়াগরাজে আয়োজিত হয় মহাকুম্ভ। এই মহাকুম্ভ বিশেষ মর্যাদার সঙ্গে পালিত হয়।

kumbha-mela

৩) কুম্ভমেলা চারটি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয়ে থাকে। এই চারটি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি গ্রহ ও সূর্যের অবস্থান অনুযায়ী। যখন বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করে নাসিকের ত্র্যম্বকেশ্বরে অনুষ্ঠিত হবে। সূর্য মেষ রাশিতে অবস্থান করলে কুম্ব মেলা হবে হরিদ্বারে। বৃহস্পতি বৃষ রাশিতে ও সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে কুম্ভ হবে প্রয়াগে আবার সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে এই মেলা অনু্ষ্ঠিত হয়।

৪) বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বলা হয় একে। ২০১৭ সালে ইউনেসকো এই কুম্ভমেলাকে ‘অনুকরণীয় মানবিক ও সাংস্কৃতিক ঐতিহ্য’ আখ্যা দিয়েছিল।

৫) চলতি বছরের কুম্ভমেলা প্রায় ৩ হাজার ২০০ হেক্টর জায়গার ওপর অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম মেলায় কিন্নর আখড়া তৈরি করা হয়েছে। এছাড়া ১৪ বছরের নীচে শিশুরা যাতে হারিয়ে না যায়, তার জন্য উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে পুলিশের সহায়তায় একটি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ ব্যবহার করা হচ্ছে। প্রতি শিশুর কাছে রাখা হচ্ছে এই ট্যাগ। ইতোমধ্যেই প্রায় ৪০ হাজার ট্যাগ বিতরণ করা হয়েছে। সূত্র : কলকাতা টুয়েন্টি ফোর

এমএমজেড/জেআইএম

আরও পড়ুন