ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইকুয়েডরে মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯

ইকুয়েডরে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। ওই পুনর্বাসন কেন্দ্রে বেশ কয়েকজন রোগী ইচ্ছা করে সেখানে আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এই ঘটনায় জড়িত ব্যক্তিদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। তাদের শাস্তির আওতায় আনা হবে বলে প্রতিজ্ঞা করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো।

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছে। ইকুয়েডরের বৃহত্তম শহর গুয়াইয়াকিলের একটি পুনর্বাসন কেন্দ্রে কয়েকজন রোগী তোশকে আগুন ধরিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করেন। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট লেনিন অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন।

শহরের পুলিশ প্রধান তানিয়া ভ্যারেলা জানিয়েছেন, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চলছিল ওই পুনর্বাসন কেন্দ্রটি। দেশটিতে এ ধরনের অনেক অস্থায়ী চিকিৎসাকেন্দ্র রয়েছে।

গুয়াইয়াকিলের দমকল বিভাগ জানিয়েছে, ওই পুনর্বাসন কেন্দ্রে রোগীদের ওপর অবহেলার প্রমাণ পাওয়া গেছে। ওই পুনর্বাসন কেন্দ্রের মালিক এবং যারা এর পরিচালনার সঙ্গে যুক্ত তাদের খুঁজছে পুলিশ।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন