ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সন্ত্রাসবাদের সমর্থক ইরান : পম্পেও

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৪ জানুয়ারি ২০১৯

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবারও কূটকৌশলের আশ্রয় নিয়ে ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়া ও ইরান প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে এই দাবি করেন। খবর পার্স ট্যুডে।

পম্পেও তার ভাষায় ইরানের পক্ষ থেকে সৃষ্ট বিপদ মোকাবেলা করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ইরানের মাধ্যমে সন্ত্রাসবাদের যে হুমকি সৃষ্টি হয়েছে তা প্রতিহত করার চেষ্টা করছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ইরানকে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত করলেন যখন বিশ্বের আর কোনো দেশ ইরানের মতো সন্ত্রাসী হামলার শিকার হয়নি।

গত চার দশকে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়দা, তালেবান ও আইএসের হামলায় প্রায় ১৭ হাজার ইরানি নাগরিক নিহত হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওই সাক্ষাৎকারে সিরিয়া থেকে তার দেশের সেনা প্রত্যাহার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেন, সিরিয়ায় বর্তমানে দুই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে যাদের সবাইকে প্রত্যাহার করা হবে এবং প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়েছে।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন