নেতানিয়াহুকে আটকের দাবিতে স্বাক্ষর সংগ্রহ
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আটকের আহ্বান জানিয়ে অনলাইনে একটি আবেদনে স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। ব্রিটিশ সফটওয়্যার ডেভেলপার ডামিয়ান মোরান গত ৭ আগস্ট ওই অনলাইন ক্যাম্পেইন শুরু করেন।
সেপ্টেম্বরে ব্রিটেন সফরে যাবেন নেতানিয়াহু- এমন ঘোষণা শোনার পরই এ উদ্যোগ নেন মোরান। তিনি বলেন, ‘আমি জানি তাকে (নেতানিয়াহু) আটক করা হবে না। কিন্তু এর মাধ্যমে একটি স্পষ্ট বার্তা পাওয়া যাবে যে, অনেক মানুষ নেতানিয়াহুকে ব্রিটেনে দেখতে চায় না।’
অনলাইন ক্যাম্পেইনের শুরুতে মোরান লিখেছেন, ‘সেপ্টেম্বরে নেতানিয়াহু লন্ডনে বৈঠক করবেন। ২০১৪ সালে দুই হাজার বেসামরিক লোক হত্যার কারণে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক আইনের অধীনে তাকে লন্ডনে আটক করা উচিত।’
ম্যানচেস্টারে বসবাসরত মোরান আলজাজিরাকে বলেন, এই ক্যাম্পেইনের তেমন কোনো ফল হবে না, কিন্তু তিনি চান গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনী যা করেছে তা জানান দিতে।
ইতোমধ্যে ৭৮ হাজার ৪২২ জন তাতে স্বাক্ষর করেছেন। ৮০ হাজার স্বাক্ষর সংগ্রহ হলে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে ব্রিটিশ সরকার। এক লাখ স্বাক্ষর হলে ব্রিটিশ পার্লামেন্টে উঠবে ইস্যুটি।
স্বাক্ষর সংগ্রহের লিঙ্ক : https://petition.parliament.uk/petitions/105446#sthash.ZVvLcaTS.dpuf
উল্লেখ্য, ২০১৪ সালের জুলাই মাসে শুরু হওয়া ৫১ দিনের গাজা যুদ্ধে অবরুদ্ধ গাজায় ইসরায়েলী সেনাবাহিনীর হামলায় ২ হাজার ২০০ ফিলিস্তিনী নিহত হন, যার ১ হাজার ৪৯২ জনই বেসামরিক লোক। আর ইসরায়েলের মাত্র পাঁচজন বেসামরিক লোক এবং ৬৬ জন সেনা নিহত হন।
এসএইচএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা