ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাতিসংঘে একজন নারী মহাসচিবের প্রত্যাশা

প্রকাশিত: ০২:৫৯ এএম, ২৪ আগস্ট ২০১৫

জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে একজন নারীকে দেখতে চাইছেন বিশ্বের সচেতন মহলের মানুষেরা। তাদের প্রত্যাশা একজন নারী মহাসচিবের মাধ্যমে নারী ক্ষমতায়নের পথে আরো একধাপ এগিয়ে যাবে বিশ্ব।

আগামী বছরের ডিসেম্বর মাসে শেষ হবে বর্তমান মহাসচিব বান কি মুনের দ্বিতীয় দফার মেয়াদ। ২০১৭ সালের ১ জানুয়ারিতে নতুন মহাসচিবকে দায়িত্ব নিতে হবে।

এ নিয়ে জাতিসংঘ সদর দফতরে শুরু হয়েছে আলোচনা-পর্যালোচনা। জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে একজন নারীকে দেখতে চান কূটনীতিকদের প্রায় সকলেই। সম্প্রতি নিউইয়র্ক টাইমসে এ নিয়ে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। লেখা হয় সম্পাদকীয়ও।

সকলেরই প্রত্যাশা নারী ক্ষমতায়নের স্লোগানের পরিপূরক জাতিসংঘের পরবর্তী মহাসচিব যেন একজন নারীকেই করা হয়। বিশ্বের অধিকাংশ মানুষ নারী হওয়া সত্ত্বেও জাতিসংঘে এখন পর্যন্ত কোনো নারী মহাসচিব হননি কেন তা নিয়েও বিষদ মতামত প্রকাশিত হচ্ছে বিভিন্ন মিডিয়া এবং টিভি টক শোতে।

এসএইচএস/এমএস