চীনে কয়লা খনি বিস্ফোরণে নিহত ২১
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শানঝিতে একটি কয়লা খনি বিস্ফোরণে ২১ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। শনিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চীনের রাষ্টীয় দৈনিক পিপলস ডেইলির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চলতি বছরে দেশটির কয়লা শিল্পে সবচেয়ে বড় দুর্ঘটনা এটি। নিরাপদ ঝুকি ব্যবস্থাপনা পরিস্থিতি নাজুক হওয়ায় নিয়মিত চীনে এরকম খনি বিস্ফোরণে নিহতের খবর পাওয়া যায়।
পিপলস ডেইলির প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় শানঝি প্রদেশের শেনমু শহরে বেইজিং মাইনিং কোম্পানি লিমিটেডের লিজাগো খনিতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ সময় খনির ভেতরে ৮৭ জন শ্রমিক কাজ করছিলেন।
আটক শ্রমিকদের মধ্যে ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২১ জন খনির ভেতরে বন্দি হয়ে পড়েন। বিস্ফোরণের পর প্রথমবারের উদ্ধার অভিযানে ১৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। পরে বাকি দুজনের মরদেহও উদ্ধার করা হয়।
এসএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ, মেটাকে জরিমানা
- ২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী
- ৩ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ৪ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?