ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ত্বক ফর্সাকারী ক্রিম নিষিদ্ধ করল রুয়ান্ডা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯

আধুনিক যুগে এসে প্রসাধনী ছাড়া নারীরা নিজেদের সৌন্দর্যের কথা কল্পনা করতে পারে না। পৃথিবীর প্রত্যেকটা নারী নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে ভালোবাসে। তাইতো তারা বিভিন্ন রকম প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা ত্বক ফর্সাকারী ক্রিমসহ সকল প্রসাধনীর ব্যবহার নিষিদ্ধ করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন জানানো হয়েছে, রুয়ান্ডা সরকার দেশটিতে ত্বক ফর্সাকারী প্রসাধনী ব্যবহারসহ এ জাতীয় পণ্য উৎপাদন ও আমদানি নিষিদ্ধ করেছে। কিন্তু অনেকেই সরকারের এমন নিষেধাজ্ঞার সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা হচ্ছে।

অনেকের আশঙ্কা, এই নিষেধাজ্ঞার মাধ্যমে রুয়ান্ডা সরকার নারীদেরকে অবৈধভাবে উৎপাদন ও আমদানি হওয়া ভেজাল প্রসাধনী ব্যবহারের পথ তৈরি করে দিল। যা তাদেরকে নানারকম শারীরিক রোগ সংক্রমণের ঝুঁকির মুখে ঠেলে দেবে। উল্লেখ্য, আফ্রিকার দেশগুলোতে প্রতিবছর কোটি কোটি টাকার প্রসাধনী বিক্রি হয়।

এসএ/এমএস

আরও পড়ুন