পিএলও থেকে সরে দাঁড়ালেন আব্বাস
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার দলের নির্বাহী কমিটি থেকে তিনি পদত্যাগ করেন। খবর নিউইয়র্ক টাইমসের।
তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন তা জানা যায়নি। আব্বাসের সঙ্গে দলটির নির্বাহী কমিটির আরো অন্তত ১০ সদস্য পদত্যাগ করেছেন। তবে আব্বাসের এই পদত্যাগ ন্যাশনাল কাউন্সিলের পরবর্তী বৈঠকের আগে কার্যকর হবে না বলে কমিটির এক সদস্য জানিয়েছেন।
সম্প্রতি পিএলও’র নির্বাহী কমিটি থেকে এক কর্মকর্তাকে সরিয়ে দেন আব্বাস। এরপরই তিনি দলটির প্রধানের পদ থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিলেন।
মাহমুদ আব্বাস ১৯৯৩ সালে পিএলওর নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন। ২০০৫ সাল থেকে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ফিলিস্তিনের বিভিন্ন সমস্যা নিয়ে আন্তর্জাতিক মহলে এবং ইসরায়েলের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেয় আব্বাসের নেতৃত্বাধীন পিএলও।
এসআইএস/পিআর