ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এবার বিয়ার দিয়েই চলবে গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৪ জানুয়ারি ২০১৯

পেট্রোলের দাম আকাশছোঁয়া। তাই গাড়ি চালানোর আগেই মনে চেপে বসে হাজারটা চিন্তা। তবে এবার থেকে আর বাড়তি চিন্তা করতে হবে না। গাড়িতে আর পেট্রোল না ভরলেও তড়তড়িয়ে চলবে গাড়ি।

কিন্তু কীভাবে? এবার বিয়ার দিয়েই চলবে গাড়ি। শুনতে গল্প মনে হলেও সত্যি! ব্রিটেনের একদল গবেষক গাড়ির জ্বালানি নিয়ে অনেকদিন ধরেই নানা পরীক্ষা নিরীক্ষা করছেন।

তাদের দাবি,গাড়িতে পেট্রোল ঢাললে তার থেকে ইথানল তৈরি হয় আর সেই শক্তিতেই গাড়ি চলে। বিয়ার থেকে তৈরি হয় বিটানল, যা ইথানলের বিকল্প হিসেবে কাজ করে।

গবেষকদের মত, অ্যালকোহলে সাধারণত ইথানল থাকে। সেকারণেই অ্যালকোহল থেকেও সহজেই বিটানল তৈরি করা সম্ভব। তবে পেট্রোলের বিকল্প হিসেবে বিয়ার ব্যবহার করতে গেলে বিয়ারে অনুঘটক ব্যবহার করতে হবে।

টিটিএন/এমএস

আরও পড়ুন