ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শেখ হাসিনাকে আমিরাত সরকারের অভিনন্দন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | সংযুক্ত আরব আমিরাত | প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৪ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংযুক্ত আরব আমিরাত সরকার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আমিরাতের রাষ্ট্রপতি শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এবং আবুধাবির ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান পৃথক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

গত ৩০ ডিসেম্বর (রোববার) বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা।

ভোটগ্রহণের পর গতকাল (বৃহস্পতিবার) এমিপ হিসেবে শপথগ্রহণ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে ধানের শীষ প্রতীকের জাতীয় ঐক্যফ্রান্টের বিজয়ী প্রার্থীরা শপথগ্রহণ করেননি।

আরএস/এমএস

আরও পড়ুন