ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে কত সময় লাগবে?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯

সিরিয়া থেকে কখন মার্কিন সেনা প্রতাহার করা হচ্ছে এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি জানি না; কেউ কেউ বলেন চার মাস লাগবে কিন্তু আমি ঠিক এমনটা বলিনি।

ট্রাম্প আরও বলেন, আমরা কুর্দিদের রক্ষা করতে চেয়েছি তার মানে এই নয় যে, আমরা সিরিয়ায় চিরদিন থাকব। ইরান সিরিয়ায় যা খুশি তাই করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা অনুযোগের সুরেই বলেন, আমরা সিরিয়াকে চাই না। কয়েক বছর আগেই ওবামা সিরিয়া ছেড়ে দিয়েছেন তখন তিনি সীমা অতিক্রিম করেননি।

সিরিয়া থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহারের ঘোষণার পরেই পদত্যাগ করেন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেটিস এবং ব্রেট ম্যাকগুর্ক।

বুধবার হোয়াইট হাউসে মন্ত্রীসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, তিনি সিরিয়া থেকে দুই হাজার সেনা প্রত্যাহারের বিষয়ে কখনো চার মাসের সময়ের কথা উল্লেখ করেননি।

টিটিএন/পিআর

আরও পড়ুন